সময়ের মূল্য নিয়ে উক্তি করেননি এমন মনিষী অথবা গুণীজন পাওয়া কষ্ট। সময়ের মূল্য না বুঝলে কোনওকিছুতেই সফল হওয়া যায় না।
আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান, আপনাকে সময়ের মূল্য দিতে হবে। চাকরিতে বা ব্যবসায়ে সফল হতে চাইলেও সময়ের মূল্য দেয়ার বিকল্প নেই। সময়ের পড়া সময়ে করা, সময়ের কাজ সময়ে করা – ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার সবচেয়ে বড় শর্ত।
আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ জন্মেছেন, তাঁরা সবাই সময়ের মূল্য দেয়ার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। কোন কাজটি কোন সময়ে করবেন – তা তাঁরা আগেই ঠিক করে রাখেন, এবং সময়মতই কাজ করেন।
আজ আপনার সামনে সময়ের মূল্য নিয়ে উক্তি গুলো তুলে ধরব, যাতে আপনি সেই সফল মানুষদের সময়ের মূল্য নিয়ে ভাবনা গুলো জানতে পারেন। এবং সময়ের মূল্য কিভাবে দেবেন – সেই ব্যাপারে ধারণা ও উৎসাহ পান।
সময়ের মূল্য নিয়ে ২৫ উক্তি:
০১. “যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ”
– ব্যালটাজার গার্সিয়ান (১৭ শতকের স্প্যানিশ লেখক ও দার্শনিক)
০২. “অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনও আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো”
– সংগৃহীত
০৩. “আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে”
– মারিয়া এজগ্রোথ (বিখ্যাত আইরিশ লেখিকা)
০৪. “আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে”
– মেসন কোলেই (আমেরিকান দার্শনিক)
০৫. “সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মূহুর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না। যে কাজ আজ করতে পারো, তা কালকের জন্য ফেলে রেখো না”
– ফিলিপ স্ট্যানহোপ (১৮ শতকের বৃটিশ লেখক ও রাজনীতিবিদ)
০৬. “তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামী”
– থিওফ্রেসটাস ( প্রাচীন গ্রীক দার্শনিক)
০৭. “যারা সময়কে ঠিকমত ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে”
– যিন ডে লা ব্রুয়ের (১৭ শতকের ফ্রেঞ্চ দার্শনিক)
০৮. “আমার সময় নেই, হল ‘আমি করতে চাইনা’ কথাটা একটু ঘুরিয়ে বলা”
– লাও ঝু (প্রাচীন চীনা লেখক ও দার্শনিক)
০৯. “ভবিষ্যতে যাওয়ার গতি হল প্রতি ঘন্টায় ৬০ মিনিট। কেউ কারও আগে বা পরে যাবে না। কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে; কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে, তার ভবিষ্যৎও তেমন হবে”
– সংগৃহীত
১০. “সময় আসবে, আবার চলে যাবে। কিন্তু যখন সে থাকবে, তখন তার কাছ থেকে তুমি যা চাইবে, তাই পাবে”
– সংগৃহীত
১১. “সময় = জীবন। তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে”
– এ্যালান লাকেইন ( বেস্ট সেলিং How to Get Control of Your Time and Your Life এর লেখক)
১২. “বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত”
– হেনরি ফোর্ড (ফোর্ড মোটরস এর প্রতিষ্ঠাতা)
১৩. “সাধারণ মানুষ ‘সময় কাটানোর’ চেষ্টা করে। অসাধারণ মানুষ সময়কে ‘কাজে লাগানোর’ চেষ্টা করে”
– সংগৃহীত
১৪. “যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব। কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে, তাকে সুন্দর করতে পারো”
– এ্যাশলি ওরমোন (বেস্ট সেলিং লেখিকা)
১৫. “সময়ের অভাব কোনও সমস্যা নয়। আসল সমস্যা হল সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই ২৪ ঘন্টার”
– যিক জিগলার (লেখক ও মোটিভেটর)
১৬. “অতীতের ভুল নিয়ে আফসোস করো না; তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও, যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস না করতে হয়”
– সংগৃহীত
১৭. “কোনওকিছুর জন্যই তোমার হাতে যথেষ্ঠ সময় থাকবে না। যদি কোনওকিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও”
– চার্লস বক্সটন (বৃটিশ লেখক)
১৮. “দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো”
– কোকো শ্যানেল (বিশ্বখ্যাত ফ্রেঞ্চ ব্র্যান্ড ‘শ্যানেল’ এর প্রতিষ্ঠাতা)
১৯. “সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়”
– শপেনহ্যাওয়ার (জার্মান দার্শনিক)
২০. “ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও, সেগুলোই শুধু হিসাবে পড়ে। কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে। আর কেউবা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে”
– চার্লস রিচার্ড (বিশ্বখ্যাত বৃটিশ ইঞ্জিনিয়ার)
২১. “সময়কে যদি ঠিকমত ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমত ব্যবহার করো, তবে কাজের পরিমান দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে”
– থমাস জেফারসন (৩য় আমেরিকান প্রেসিডেন্ট)
২২. “যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনও বোঝেনি”
– চার্লস ডারউইন (বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী)
২৩. “সব সময়ে ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে”
– হেনরি ডেভিড থোরেও (আমেরিকান কবি, দার্শনিক, ও ইতিহাসবিদ)
২৪. “যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও, তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরী – তা খুঁজে বের করো। তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো”
– লী লেকোকা (অটোমোবাইল ও ইঞ্জিনিয়ারিং জগতের আইকন)
২৫. “এক সময়ে অনেক কাজ করা বোকামী। দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়”
– প্রাচীন চীনা প্রবাদ
পরিশিষ্ট:
আপনি যদি আর সবকিছু বাদ দিয়ে শুধু সময়ের কাজ সময়ে করার অভ্যাস করেন, তাহলে দেখবেন অন্য সবকিছু এমনিতেই গুছিয়ে যাচ্ছে। আসলে সব সাফল্যের মূল ঘাঁটলে দেখা যাবে, সময়ের মূল্য দেয়া এবং সময়ের সদ্ব্যবহার একটি বড় অংশ দখল করে আছে।
সময়ের মূল্য বোঝা ও সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে সময়ের মূল্য নিয়ে এই উক্তিগুলো যদি আপনাকে সামান্যও অনুপ্রাণিত করে থাকে, তবেই আমাদের প্রচেষ্টা সফল।
উক্তিগুলো কেমন লাগলো, তা আমাদের কমেন্ট করে জানান। যদি মনে হয় এই উক্তিগুলো অন্যদেরও সময়ের মূল্য দিতে অনুপ্রাণিত করবে – তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
আপনি যদি লড়াকুর জন্য লিখতে চান, তবে আপনার লেখা write@test.edaning.com এ ইমেইল করতে পারেন। আমরা যত্ন সহকারে আপনার নাম সহ লেখা প্রকাশ করব।
আত্ম উন্নয়নমূলক, বিজনেস টিপস, এবং অনুপ্রেরণামূলক লেখার জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন। সাফল্যের পথে, সব সময়ে, লড়াকু আপনার সাথে আছে।