ধৈর্য নিয়ে ৩০টি অনুপ্রেরণামূলক উক্তি


ধৈর্য নিয়ে উক্তি করে গেছেন সব যুগের মহান মানুষেরাই। এমনকি সৃষ্টিকর্তার বানীতেও ধৈর্যকে গুরুত্ব দেয়া হয়েছে। একদম প্রাচীন কাল থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত যত সফল ও জ্ঞানী মানুষ এসেছেন – সবাই ছিলেন ধৈর্যশীল।

ধৈর্য হলো একজন শক্তিশালী মনের মানুষের প্রধান গুন। ধৈর্যই মানুষকে সব বিপদ আর দুরাবস্থার মধ্যে আশা করার শক্তি দেয়। যার মধ্যে ধৈর্য নেই, তাকে দিয়ে আসলে কিছুই হয় না। একজন মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতা তার সামনে থেকে যে কোনও বাধাকে সরিয়ে দিতে পারে। যে কোনও কঠিন কাজকে সহজ করে দেয় এই একটি মাত্র গুণ।

একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয়, তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। ধৈর্য ধরা মানে ভরসা করা। যার মাঝে ধৈর্য নেই, ধরে নিতে হবে সে একজন দুর্বল মনের মানুষ, যে অল্পতেই অস্থির হয়ে পড়ে। একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস না থাকলে তার মাঝে ধৈর্য থাকে না। একজন মানুষের মাঝে ধৈর্য এর অভাব থাকলে অনুপ্রেরণা আর অনুশীলনের মাধ্যমে সে এই গুণটি অর্জন করতে পারে।

ধৈর্য ধরা আর এই অসাধারণ শক্তিকে বাড়ানোর অনুপ্রেরণা যেন আপনার মাঝে আরও বেশি করে জন্ম নেয়, সেই কারণে আমরা আজ ধৈর্য নিয়ে ৩০টি অসাধারণ উক্তি নিয়ে হাজির হয়েছি।  ধৈর্য উক্তি আপনাকে ধৈর্য ধরতে আরও অনুপ্রাণীত করবে বলে আশা করি। 

ধৈর্য নিয়ে ৩০ উক্তি:

০১. “যারা বিশ্বাস করেছ, শোনো: ধৈর্যনিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যারা ধৈর্যনিষ্ঠার সাথে চেষ্টা করে, আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন। ”   

আল কুরআন

 

০২.“ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু”

আল হাদিস

 

০৩“আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্যফলফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্যনিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও। “

আল কুরআন

ধৈর্য উক্তি

 

০৪. “প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো, ধৈর্য”

রালফ ওয়ালডু ইমারসন, দার্শনিক ও কবি

 

০৫. “আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি। আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি”

পাওলো কোয়েলহো, বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক

 

০৬. ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা”

লিও টলস্টয়, রাশিয়ান লেখক

 

০৭“অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়”

স্যামুয়েল জনসন, বৃটিশ সাহিত্যিক

 

০৮. আমার মনেহয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। “

জয়েস মেয়ার, লেখিকা ও ধর্মীয় বক্তা

 

০৯. ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না”

নেপোলিয়ন হিল, লেখক: থিংক এ্যান্ড গ্রো রিচ

ধৈর্য নিয়ে দার্শনিক উক্তি

 

১০. ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়”

শেখ সাদী (রহ:), সূফী ও দার্শনিক

 

১১ধৈর্য আর পরিশ্রম জাদুর মত। এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। “

জন কুইনসে এ্যাডামস, ৬ষ্ঠ আমেরিকান প্রেসিডেন্ট

 

১২অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো; ভোর আসছে

জালালউদ্দিন রুমী, দার্শনিক ও সূফী

 

১৩ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্য‌ৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। “

জালালউদ্দিন রুমী, দার্শনিক ও সূফী

 

১৪ধৈর্য একটি অসাধারণ মানসিক ক্ষমতা, এবং আমি এখনও এটা শিখছি।”

ইলন মাস্ক, মার্কিন উদ্যোক্তা

 

১৫সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেবকরা কখনও ধৈর্য হারায় না, কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে”

জালালউদ্দিন রুমী, দার্শনিক ও সূফী

 

১৬আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে”

আইজ্যাক নিউটন, বিজ্ঞানী ও দার্শনিক

 

১৭জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল”

আইজ্যাক নিউটন, বিজ্ঞানী ও দার্শনিক

 

১৮. যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়” 

দাইসাকু আইকিডা, জাপানী সমাজসেবক

 

১৯ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তা শক্তি প্রয়োগ করে করা যায় না”

এডমন্ড বার্ক, আইরিশ দার্শনিক

 

২০ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়”

কনফুশিয়াস, চীনা দার্শনিক

 

২১একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে”

জোসেফ ক্রসম্যান, আমেরিকান সফল উদ্যোক্তা

ধৈর্য উক্তি

 

২২ধৈর্যের মাস্টার মানে বাকি সবকিছুর মাস্টার”

জর্জ স্যাভিল, বৃটিশ লেখক ও রাজনীতিবিদ

২৩যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। “

মহাত্মা গান্ধী, ভারতীয় বৃটিশবিরোধী আন্দোলনের নেতা

২৪” ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস ” 

জন ড্রেইডেন, ১৭ শতকের ইংরেজ কবি ও নাট্যকার

২৫যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে, তারা কঠিন জিনিসও সহজে করার মত দক্ষ হতে পারে “

জেমস.জে.করবেট, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার

 

২৬ধৈর্য ধরতে শেখা মানে কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি অর্জন করা”

হেনরি জোসেফ নোউয়েন, ডাচ লেখক ও ধর্মশিক্ষক

 

২৭তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে, এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। “

নাদিয়া কোমানিসি, ৫বার অলিম্পিক স্বর্ণ বিজয়ী রোমানিয়ান এ্যাথলেট

ধৈর্য নিয়ে উক্তি

 

২৮জীবনের দু:খকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য”

ভিক্টর হুগো, ফ্রেঞ্চ কবি ও লেখক

 

২৯. “ধৈর্য হলো সাফল্যের একটি প্রধান শর্ত”

বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা

 

৩০যার ধৈর্য আছে, তার চাওয়া একদিন পূরণ হবেই “

বেন্জামিন ফ্র্যাঙ্কলিন, আমেরিকান বিজ্ঞানী ও রাজনীতিবিদ

Image may contain: text, outdoor and nature

 

ধৈর্য একটি অসাধারণ মানসিক শক্তি। অন্য সব শক্তির মত, এই শক্তিকেও অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। আগে যে কাজ করতে গিয়ে অল্পতেই অস্থির হয়ে পড়তেন, সেই কাজেই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। নিজের সমস্ত সাহস আর নিজের ওপর নিয়ন্ত্রণ, অর্থা‌ৎ ‘self-control’কে এক জায়গায় করুন। কোনও ব্যাপারে অস্থির হয়ে পড়লে, বা মনে ভয় জাগলে ধৈর্য ধরার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, সময়ে সব ঠিক হয়ে যাবে। আপনাকে শুধু আপনার কাজটি করে যেতে হবে।

 

আপনার মাঝে যদি ধৈর্য থাকে, তবে নিজের প্রতি নিজের যেমন দৃঢ় বিশ্বাস থাকবে, তেমনি অন্যরাও আপনার ওপর ভরসা করতে পারবে।

আর সেই ধৈর্যের শক্তি অর্জনে ধৈর্য নিয়ে বলা এই ৩০টি উক্তি যদি আপনাকে সামান্যও অনুপ্রাণিত করে থাকে তাহলেই আমাদের প্রচেষ্টা সফল।

উক্তিগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।

আর যদি মনে হয় এগুলো পড়ে অন্যরাও অনুপ্রাণিত হবেন, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

এই ধরনের আরও অনুপ্রেরণামূলক উক্তি, বুক রিভিও ও আর্টিকেলের জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন। সাফল্যের পথে লড়াকু সব সময়ে আপনার সাথে আছে।

পোস্টটি শেয়ার করুন !