এক নজরে লেখাটির বিষয়ে: ইদানিংকার প্রতিযোগীতামূলক ব্যবসায়িক পরিবেশে নতুন নতুন আইডিয়া সৃষ্টি ও সেগুলোকে কাজে লাগানোর কোনও বিকল্প নেই। এবং এর জন্য প্রয়োজন দারুন একটি টিমের যারা সমঝোতা ও সহযোগীতার মধ্যদিয়ে দারুন টিম ওয়ার্ক দেখাবে। কিন্তু মাত্র অল্পকিছু প্রতিষ্ঠান ছাড়া এটা কেউ করতে পারছে না। গুগল এই সমস্যার সমাধানে একটি বড়সড় রিসার্চ করেছিল “প্রজেক্ট এরিস্টটল” […]