6 mins read জীবনের লক্ষ্য নির্ধারণ বা স্থির করতে হলে জানতে হবে, কিভাবে জীবনের লক্ষ্য খুঁজতে হয়, আর কিভাবেই তা সবারচেয়ে ভালো ভাবে পূরণ করতে হয়? – এই প্রশ্ন অনেকের মনেই জাগে। আমরা প্রায়ই আমাদের আশপাশে বা টিভি-পত্রিকায় এমন কিছু মানুষ দেখি যাদের কাজ আর সাফল্যের পরিমান দেখলে বিশ্বাস করতে ইচ্ছা করে না। তাঁরাও তো আমাদের মতই মানুষ। […]