5 mins read বই পড়ার উপকারিতা গুলোর মধ্যে প্রধান হল, বই পড়লে জ্ঞান বাড়ে। তবে, এই কথা আমরা সবাই জানি। জ্ঞানের সাথে সাথে বই বিনোদনেরও উৎস। কিন্তু এর বাইরেও বই পড়ার রয়েছে আরও বেশকিছু উপকারিতা যেগুলোর বিষয়ে সচরাচর শোনা যায় না। আজ আমরা তেমনই আটটি উপকারিতা জানব। হয়তো এগুলো বই পড়ার ব্যাপারে আপনাকে আরও আগ্রহী করে তুলবে।